মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০১১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - দানসমূহ
৩০১১। সেই হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে কোন ব্যক্তিকে জীবনস্বত্ব দেওয়া হয় তাহার ও তাহার উত্তরাধিকারীদের জন্য, তাহা যাহাকে দেওয়া হইয়াছে তাহারই হয় এবং যে দিয়াছে তাহার দিকে ফিরিয়া আসে না। কেননা, সে এমন দান করিয়াছে যাহাতে (গ্রহীতার) উত্তরাধিকার স্থাপিত হয়। —মোত্তাঃ
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ أُعْمِرَ عمرى لَهُ ولعفبه فَإِنَّهَا الَّذِي أعطيها لَا ترجع إِلَى الَّذِي أَعْطَاهَا لِأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيث»