মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০১৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দানসমূহ
৩০১৪। উক্ত হযরত জাবের (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ ওমরা জায়েয, যাহাকে ওমরা দেওয়া হইয়াছে উহা তাহারই এবং ‘রুকবা’ জায়েয, যাহাকে রুকবা দেওয়া হইয়াছে উহা তাহারই। —আহমদ, তিরমিযী ও আবু দাউদ
كتاب البيوع
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعُمْرَى جَائِزَةٌ لِأَهْلِهَا وَالرُّقْبَى جَائِزَةٌ لِأَهْلِهَا» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد