মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০১৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দানসমূহ
৩০১৩। হযরত জাবের (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ (ফেরতের আশায়) তোমরা 'রুকবা’রূপে ও ‘ওমরা'রূপে দান করিও না। যে ব্যক্তিকে ‘রুকবা'রূপে বা 'ওমরা’রূপে কোন জিনিস দান করা হইয়াছে, উহা তাহার ওয়ারিসগণই পাইবে। —আবু দাউদ
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا ترقبوا أَو لَا تُعْمِرُوا فَمَنْ أُرْقِبَ شَيْئًا أَوْ أُعْمِرَ فَهِيَ لوَرثَته» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ভূমিকায় এই দুই রকমের দানের ব্যাখ্যা করা হইয়াছে।