মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৪৫
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৪৫। সেই হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : গোত্রের ভাগিনেয় গোত্রেরই একজন। — মোত্তাঃ
كتاب الفرائض والوصايا
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْهُم»

وَذُكِرَ حَدِيثُ عَائِشَةَ: «إِنَّمَا الْوَلَاءُ» فِي بَابٍ قبل «بَاب السّلم»

হাদীসের ব্যাখ্যা:

ভাগিনেয় যবিল আরহাম-এর অন্তর্গত। সুতরাং বুঝা গেল যে, যবিল আরহাম ওয়ারিস হয় যদি যবিল ফরয ও আসাবা না থাকে। ইমাম আবু হানীফা ও আহমদ ইবনে হাম্বল (রঃ)-এর ইহাই মত। অপরদের মতে যবিল আরহাম ওয়ারিস হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান