মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৫৮
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫৮। হযরত জাবের (রাঃ) বলেন, একদা সা'দ ইবনে রবী'র স্ত্রী সা'দের ঔরসে জন্ম তাহার দুই মেয়েকে লইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই দুইটি সা'দ ইবনে রবী'র মেয়ে। ইহাদের বাপ আপনার সাথে ওহুদের যুদ্ধে শহীদরূপে নিহত হইয়াছেন। তাহাদের চাচা তাহাদের সমস্ত মাল-সম্পদ লইয়া গিয়াছে এবং তাহাদের জন্য কিছুই রাখে নাই। অথচ তাহাদের বিবাহ দেওয়া যাইবে না যদি না তাহাদের মাল থাকে। হুযূর (ﷺ) বলিলেনঃ (আশা করি) আল্লাহ্ এ ব্যাপারে কোন হুকুম জারি করিবেন। তখন মীরাসের আয়াত নাযিল হইল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাদের চাচার নিকট লোক পাঠাইয়া বলিলেন, সা'দের দুই মেয়েকে দুই-তৃতীয়াংশ দাও এবং তাহাদের মাকে অষ্টমাংশ; অতঃপর যাহা বাকী থাকিবে তাহা তোমার। – আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব।
كتاب الفرائض والوصايا
وَعَنْ جَابِرٍ قَالَ: جَاءَتِ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدِ بْنِ الرَّبِيعِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا وَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا تُنْكَحَانِ إِلَّا وَلَهُمَا مَالٌ قَالَ: «يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ» فَنَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمِّهِمَا فَقَالَ: «أَعْطِ لِابْنَتَيْ سَعْدٍ الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَهُوَ لَكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غريبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান