মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৫৯
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫৯। তাবেয়ী হুযাইল ইবনে শোরাহবীল (রঃ) বলেন, হযরত আবু মুসা আশআরীকে কন্যা, পৌত্রী ও ভগ্নী সম্পর্কে জিজ্ঞাসা করা হইল (কাহার কত), তিনি বলিলেন, কন্যার অর্ধেক ও ভগ্নীর অর্ধেক, তবে একবার ইবনে মাসউদকে জিজ্ঞাসা কর, আশা করি তিনি আমার অনুরূপ বলিবেন। ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হইল এবং তাঁহাকে হযরত আবু মুসার উত্তর জ্ঞাপন করা হইল। তিনি বলিলেন, (যদি আমি ঐরূপ বলি,) তবে তো আমি পথভ্রষ্ট হইব এবং 'পথপ্রাপ্তদের অন্তর্গত থাকিব না।' আমি এ ব্যাপারে ফয়সালা দিব যে ফয়সালা নবী করীম (ﷺ) দিয়াছিলেন। কন্যার অর্ধেক এবং পৌত্রীর এক-ষষ্ঠাংশ, দুই তৃতীয়াংশ পূর্ণ করার উদ্দেশ্যে। আর বাকী যাহা থাকিবে (অর্থাৎ, এক-তৃতীয়াংশ) তাহা ভগ্নীর (আসাবারূপে)। রাবী বলেন, অতঃপর আমরা হযরত আবু মুসার নিকট গেলাম এবং তাঁহাকে হযরত ইবনে মাসউদের উত্তর জ্ঞাপন করিলাম। তখন তিনি বলিলেন, আমাকে কিছু জিজ্ঞাসা করিও না যাবৎ তোমাদের মধ্যে এই মহাপণ্ডিত আছেন। — বোখারী
كتاب الفرائض والوصايا
وَعَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ قَالَ: سُئِلَ أَبُو مُوسَى عَنِ ابْنَةٍ وَبِنْتِ ابْنٍ وَأُخْتٍ فَقَالَ: للْبِنْت النّصْف وَللْأُخْت النّصْف وائت ابْنَ مَسْعُودٍ فَسَيُتَابِعُنِي فَسُئِلَ ابْنُ مَسْعُودٍ وَأُخْبِرَ بقول أبي مُوسَى فَقَالَ: لقد ضللت إِذن وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ أَقْضِي فِيهَا بِمَا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلْبِنْتِ النِّصْفُ وَلِابْنَةِ الِابْنِ السُّدُسُ تَكْمِلَةَ الثُّلُثَيْنِ وَمَا بَقِيَ فَلِلْأُخْتِ» فَأَتَيْنَا أَبَا مُوسَى فَأَخْبَرْنَاهُ بِقَوْلِ ابْنِ مَسْعُودٍ فَقَالَ: لَا تَسْأَلُونِي مَا دَامَ هَذَا الحبر فِيكُم. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, “ভগ্নীদিগকে কন্যাদের সাথে আসাবা করিবে।” আর এ হাদীসে তাহাই করা হইয়াছে। অতএব, এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস ব্যতীত সকল সাহাবা, তাবেয়ীন ও ইমামগণ একমত। ইবনে আব্বাস (রাঃ) বলেন, এ সুরতে ভগ্নী কিছুই পাইবে না। হাদীসটি বোখারীর বর্ণনা বিধায় প্রথম অধ্যায়ে আনা উচিত ছিল।