মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৬৩
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৩। হযরত যাহ্হাক ইবনে সুফিয়ান (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার নিকট লিখিয়াছিলেন, আশইয়াম যুবাবীর স্ত্রীকে তাহার স্বামীর রক্তপণের অংশ দাও! – তিরমিযী ও আবু দাউদ। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ্ ।
كتاب الفرائض والوصايا
وَعَنِ الضَّحَّاكِ بْنِ سُفْيَانَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَيْهِ: «أَنْ ورث امْرَأَة أَشْيَم الضبابِي مِنْ دِيَةِ زَوْجِهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح

হাদীসের ব্যাখ্যা:

(১) হযরত যাহ্হাক কুফার অধিবাসী ছিলেন। হুযূর (ﷺ) তাঁহাকে তাঁহার গোত্রের উপর কর্মচারী নিযুক্ত করিয়াছিলেন। তাই তাঁহার নিকট এই ফরমান পাঠাইলেন। আশইয়াম কাহারও কর্তৃক ভুলে নিহত হইয়াছিল। অতএব, তাহার রক্তপণ তাহার আত্মীয়ের প্রাপ্য ছিল। (২) এই হাদীস হইতে বুঝা গেল যে, হুযুরের কোন কোন হাদীস তাঁহার যমানায়ই লেখা হইয়া গিয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান