মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৬৪
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৪। হযরত তামীম দারী (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম, শরীআতে ঐ মুশরিক ব্যক্তির (উত্তরাধিকার সম্পর্কে) হুকুম কি, যে কোন মুসলমানের হাতে ইসলাম গ্রহণ করে ? তিনি বলিলেনঃ সে মুসলমান তাহার নিকটতম লোক তাহার জীবনে ও মরণে। — তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب الفرائض والوصايا
وَعَنْ تَمِيمٍ الدَّارِيِّ قَالَ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا السُّنَةُ فِي الرَّجُلِ مِنْ أَهْلِ الشِّرْكِ يُسْلِمُ عَلَى يَدَيْ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ؟ فَقَالَ: «هُوَ أَوْلَى النَّاسِ بِمَحْيَاهُ وَمَمَاتِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে কতিপয় ফকীহ বলেন, যে নও-মুসলমানের কোন মুসলমান উত্তরাধিকারী নাই, তাহার উত্তরাধিকারী সেই ব্যক্তি যাহার হাতে সে ইসলাম গ্রহণ করিয়াছে। কিন্তু ইমাম আবু হানীফা ও শাফেয়ী (রঃ) প্রমুখ ইমামগণ বলেন, ইহা সম্ভবত ইসলামের প্রথম যুগের কথা, পরে ইহা মনসূখ হইয়া গিয়াছে। তাহার মাল বায়তুল মালে যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান