মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৫৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫৬। হযরত সামুরা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে নারীকে (সমপর্যায়ের) দুই ওলী দুই ব্যক্তির নিকট বিবাহ দিয়াছে, সে প্রথম ব্যক্তির হইবে। এইরূপে যে ব্যক্তি দুইজনের নিকট কোন মাল বিক্রয় করিয়াছে সে মাল প্রথমজনের হইবে। – তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
كتاب النكاح
وَعَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا امْرَأَةٍ زَوَّجَهَا وَلِيَّانِ فَهِيَ لِلْأَوَّلِ مِنْهُمَا وَمَنْ بَاعَ بَيْعًا مِنْ رَجُلَيْنِ فَهُوَ لِلْأَوَّلِ مِنْهُمَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي