মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৫৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকিয়া যুদ্ধ করিতাম, অথচ আমাদের সাথে (আমাদের) নারী থাকিত না। একবার আমরা বলিলাম, (হুযুর,) আমরা কি খাসী হইব না? তিনি আমাদের ইহা হইতে নিষেধ করিলেন। অতঃপর আমাদিগকে 'মোতা' বিবাহ করিতে অনুমতি দিলেন। সুতরাং আমাদের কেহ একটি কাপড় দিয়া এক নির্দিষ্ট সময়ের জন্য একজন নারীকে বিবাহ করিত। রাবী বলেন, অতঃপর আব্দুল্লাহ্ কোরআনের এই আয়াত পাঠ করিলেন, “মু'মিনগণ, তোমরা আল্লাহর হালাল করা পবিত্র জিনিসকে হারাম মনে করিও না” (সূরা মায়েদা)। —মোত্তাঃ
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَنَا نِسَاءٌ فَقُلْنَا: أَلَا نَخْتَصِي؟ فَنَهَانَا عَنْ ذَلِكَ ثُمَّ رَخَّصَ لَنَا أَنْ نَسْتَمْتِعَ فَكَانَ أَحَدُنَا يَنْكِحُ الْمَرْأَةَ بِالثَّوْبِ إِلَى أَجَلٍ ثُمَّ قَرَأَ عَبْدُ اللَّهِ: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ)

হাদীসের ব্যাখ্যা:

নিষেধের হাদীস অবগত না থাকার কারণে তখনও তিনি মোতা বিবাহকে জায়েয মনে করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান