মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩০৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩০৬। সেই হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই লেআনকারী স্বামী-স্ত্রীকে বলিলেনঃ তোমাদের প্রকৃত বিচার আল্লাহর নিকট। নিশ্চয় তোমাদের একজন মিথ্যুক, হে অমুক, তাহার উপর আর তোমার কোন অধিকার নাই। সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্। তবে আমার মাল (যাহা আমি তাহাকে মহররূপে দিয়াছি)? হুযূর (ছাঃ) বলিলেন, মাল তোমার পাইবার নহে। কেননা, যদি তুমি সত্য বলিয়া থাক, তবে তুমি যে তাহার লজ্জাস্থান হালাল করিয়াছিলে তাহার বিনিময়ে উহা চলিয়া গিয়াছে, তবে তো মাল তোমার নিকট ফেরত আসিতেই পারে না। তুমি ইহার দাবীই করিতে পার না। – মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْمُتَلَاعِنَيْنِ: «حِسَابُكُمَا عَلَى اللَّهِ أَحَدُكُمَا كَاذِبٌ لَا سَبِيلَ لَكَ عَلَيْهَا» قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَالِي قَالَ: «لَا مَالَ لَكَ إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا فَذَاكَ أَبْعَدُ وَأبْعد لَك مِنْهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩০৬ | মুসলিম বাংলা