মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩১৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩১৯। হযরত জাবের ইবনে আতীক (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ কোন 'গায়রত' এমন রহিয়াছে যাহাকে আল্লাহ্ ভালবাসেন। আর কোন 'গায়রত' এমনও রহিয়াছে যে, যাহাকে আল্লাহ্ ঘৃণা করেন। যে ‘গায়রত’কে আল্লাহ্ ভালবাসেন তাহা হইল, সত্যিকার সন্দেহ স্থলের ‘গায়রত।' আর যে ‘গায়রত’কে তিনি ঘৃণা করেন তাহা হইল বিনা সন্দেহে খামাখা ‘গায়রত।' এইরূপে কোন গর্বকে আল্লাহ্ ঘৃণা করেন আর কোন গর্বকে আল্লাহ্ ভালবাসেন। যে গর্বকে আল্লাহ্ ভালবাসেন, তাহা হইল, ইসলামের শত্রুর সাথে যুদ্ধে গর্ব; কোন ব্যক্তির দান করাকালে গর্ব। আর যে গর্বকে আল্লাহ্ ঘৃণা করেন তাহা হইল বংশের গর্ব। অপর এক বর্ণনায় আছে, অন্যায় বা জুলুমের ব্যাপারে গর্ব। — আহমদ, আবু দাউদ ও নাসায়ী
كتاب النكاح
وَعَن جابرِ بنِ عتيكٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللَّهُ وَمِنْهَا مَا يُبْغِضُ اللَّهُ فَأَمَّا الَّتِي يُحِبُّهَا اللَّهُ فَالْغَيْرَةُ فِي الرِّيبَةِ وَأَمَّا الَّتِي يُبْغِضُهَا اللَّهُ فَالْغَيْرَةُ فِي غَيْرِ رِيبَةٍ وَإِنَّ مِنَ الْخُيَلَاءِ مَا يُبْغِضُ اللَّهُ وَمِنْهَا مَا يُحِبُّ اللَّهُ فَأَمَّا الْخُيَلَاءُ الَّتِي يُحِبُّ اللَّهُ فَاخْتِيَالُ الرَّجُلِ عِنْدَ الْقِتَالِ وَاخْتِيَالُهُ عِنْدَ الصَّدَقَةِ وَأَمَّا الَّتِي يُبْغِضُ اللَّهُ فَاخْتِيَالُهُ فِي الْفَخْرِ» وَفِي رِوَايَةٍ: «فِي الْبَغْيِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
হাদীসের ব্যাখ্যা:
দান করাকালে গর্ব—অর্থাৎ, যাহা দান করে তাহাকে সামান্য মনে করে এবং বেশী দান করার ইচ্ছা প্রকাশ করে।