মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩২৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩২৭। হযরত জাবের (রাঃ) বলেন, আমার খালাকে তিন তালাক দেওয়া হইল। একদিন তিনি তাহার বাগানে যাইয়া খেজুর পাড়িতে চাহিলেন। এক ব্যক্তি তাহাকে ঘরের বাহিরে যাইতে নিষেধ করিল। অতএব, তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তিনি বলিলেন: হ্যাঁ, যাও, ফল পাড়, ইহাতে তুমি যাকাত দিতে বা অপর কোন সৎ কাজ করিতে পারিবে। —মুসলিম
كتاب النكاح
وَعَن جابرٍ قَالَ: طُلِّقَتْ خَالَتِي ثَلَاثًا فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّهُ عَسَى أَنْ تَصَّدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
যাও——ইহাতে বুঝা গেল যে, ইদ্দতকালে আবশ্যক হইলে ঘর হইতে বাহির হওয়া যায়।