মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৩৭। হযরত আবুদ্দারদা বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন প্রসবা এক স্ত্রীলোকের নিকট দিয়া যাইতেছিলেন। সুতরাং তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিলেন—সে কে? লোকেরা বলিল, অমুকের বাঁদী। তিনি জিজ্ঞাসা করিলেন, সে কি তাহার সহিত সহবাস করে ? তাহারা বলিল, হ্যাঁ। তিনি বলিলেন, আমি তাহাকে এমন অভিশাপ করিতে ইচ্ছা করিয়াছি যাহা তাহার সাথে কবরে পর্যন্ত যায় এবং তাহার দুই জাহান নষ্ট করে। বাস্তবে নিজের সন্তান হইলে কি করিয়া সে তাহাকে নিজের চাকর বানাইবে ? অথচ তা তাহার পক্ষে জায়েয নাই। আর বাস্তবে অন্যের সন্তান হইলে কি করিয়া সে তাহাকে নিজের ওয়ারিস করিবে ? অথচ তাহা তাহার পক্ষে জায়েয নহে। — মুসলিম
كتاب النكاح
بَابُ الْاِسْتِبْرَاءِ: الْفَصْل الأول
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ مُجِحٍّ فَسَأَلَ عَنْهَا فَقَالُوا: أَمَةٌ لِفُلَانٍ قَالَ: «أَيُلِمُّ بِهَا؟» قَالُوا: نَعَمْ. قَالَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ أَلْعَنَهُ لَعْنًا يَدْخُلُ مَعَهُ فِي قَبْرِهِ كَيْفَ يَسْتَخْدِمُهُ وَهُوَ لَا يَحِلُّ لَهُ؟ أَمْ كَيْفَ يُوَرِّثُهُ وَهُوَ لَا يحلُّ لَهُ؟» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইস্তেবরা

ইস্তেবরা—অর্থ, পবিত্র করার চেষ্টা করা; পবিত্র আছে কিনা তাহা জানার চেষ্টা করা। শরীঅতে ইহার অর্থ, দাসীর গর্ভাশয় সন্তান হইতে পবিত্র আছে কিনা তাহা জানার চেষ্টা করা। পূর্বেই বলা হইয়াছে যে, দাসীর সাথে বিনা বিবাহে সহবাস করা জায়েয। কিন্তু দাসী তাহার হাতে আসামাত্রই তাহার সাথে সহবাস করা জায়েয নহে। তাহার গর্ভাশয়ে পূর্ব মালিক বা স্বামীর সন্তান আছে কিনা তাহার জন্য অন্তত এক ঋতু অপেক্ষা করা আবশ্যক। ঋতু আসিলে মনে করিতে হইবে গর্ভধারণ করে নাই। এক ঋতু অপেক্ষা না করিয়া সহবাস করিলে এবং গর্ভধারণ করিলে জানা যাইবে না যে, এ সন্তান কাহার—পূর্বের মালিক বা স্বামীর না তাহার? আসলে পূর্বের কাহারও সন্তান হইলে তাহাকে নিজের সন্তান বলা এবং নিজের ওয়ারিস করা জায়েয নহে; ইহা হারাম। আর আসলে নিজের সন্তান হইলে তাহাকে অন্যের সন্তান মনে করিয়া দাস বানান এবং নিজের মীরাস হইতে বঞ্চিত করা, ইহাও জায়েয নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান