মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৪৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৪৩। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন আল্লাহ্ তা'আলা তোমাদের কাহাকেও মাল-সম্পদ দান করেন, তখন সে যেন উহা প্রথমে আপন ও আপন পরিবারের লোকের জন্য খরচ করে। —মুসলিম
كتاب النكاح
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِذا أعْطى الله أحدكُم خيرا فليبدأ بِنَفسِهِ وَأهل بَيته» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ভালভাবে বিবির খোরপোষ দেওয়া এবং সন্তানের জন্য খরচ করা ইহার অন্তর্গত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান