মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৮৩
- গোলাম আযাদ করা সম্পর্কিত
প্রথম অনুচ্ছেদ
৩৩৮৩। হযরত আবু যর গেফারী (রাঃ) বলিয়াছেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কোন্ কাজ সবচাইতে উত্তম? তিনি বলিলেনঃ আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁহার পথে জেহাদ করা। আবু যর (রাঃ) বলেন, আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, কোন্ ধরনের ক্রীতদাসকে মুক্ত করা উত্তম? তিনি বলিলেন, যাহার মূল্য অধিক এবং যে তাহার প্রভুর নিকট বেশী প্রিয়। আমি আবার জিজ্ঞাসা করিলাম, যদি আমি এইরূপ করিতে সক্ষম না হই, (তাহা হইলে কি করিব ?) তিনি বলিলেন, কোন কর্মজীবীকে সাহায্য করিবে অথবা কোন অদক্ষ নির্বোধ ব্যক্তির কার্য সমাধা করিয়া দিবে। আমি পুনরায় জানিতে চাহিলাম, যদি আমি এই কাজও করিতে সক্ষম না হই, (তখন কি করিব?) তিনি বলিলেন, তুমি কোন মানুষের ক্ষতি করিবে না। কেননা, ইহাও একটি সদকা, যাহা তুমি নিজের জন্য করিতে পার। -মোত্তাঃ
كتاب العتق
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ» قَالَ: قُلْتُ: فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: «أَغْلَاهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا» . قُلْتُ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ» . قُلْتُ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بهَا على نَفسك»
হাদীসের ব্যাখ্যা:
ألأخرق নির্বোধ বা অপরিণামদর্শী কিংবা উপার্জনাক্ষম ব্যক্তিকে বলা হয়। আর কর্মজীবী বা অদক্ষ ব্যক্তির সাহায্য করার মানে হইল, যে কোন ধরনের পেশা কিংবা ব্যবসা দ্বারা যেই লোক নিজের পরিবার-পরিজনের জীবিকা নির্বাহের চেষ্টা করে, তাহার সাহায্য করা। মোটকথা, অসহায় দুস্থ লোকদের সাহায্যার্থে আগাইয়া আসা, যেইটুকু তাহার দ্বারা সম্ভব হয়। পরিশেষে রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে এই উপদেশ দিয়াছেন যে, যদি জনহিতকর কিংবা পরোপকারমূলক কোন কাজ করা তোমার দ্বারা সম্ভব না হয়, তাহা হইলে অন্ততঃ তোমার দ্বারা যেন কোন লোক ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখিবে। আর ইহা তো সকলের পক্ষেই সম্ভব এবং ইহা হইবে বিনা ব্যয় ও বিনা পরিশ্রমে একটি কল্যাণকর কাজ ।