মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৩৯১
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. প্রথম অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৩৯১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন সন্তান তাহার পিতার ঋণ (হক) পরিশোধ করিতে পারিবে না, তবে যদি তাহার পিতা কাহারও দাসত্বে আব্দ্ধ থাকে, আর সন্তান তাহাকে খরিদ করিয়া মুক্ত করিয়া দেয় (তাহা হইলেই সে পিতার এহ্সান পরিশোধ করিতে পারিবে)। —মুসলিম
كتاب العتق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجْزِي وَلَدٌ وَالِده إِلَّا أَن يجده مَمْلُوكا فيشتر بِهِ فيعتقه» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের শব্দ والده দ্বারা কেবল 'পিতাকে' বুঝান হয় নাই; বরং পিতা-মাতা উভয়ই। সন্তানের উপর পিতা-মাতার হক – এহসান যে অপরীসীম; হাদীসটিতে সেই দিকেই ইঙ্গিত রহিয়াছে। আবার হাদীসটির অর্থ ইহাও নহে যে, খরিদ করার পর আযাদ না করিলে সে আযাদ হইবে না; বরং সমস্ত ওলামা এবং ইমামদের 'ইজমা' (ঐকমত্য) হইল, খরিদ করার সঙ্গে সঙ্গেই পিতা বা মাতা আযাদ হইয়া যাইবে, খরিদ করাটাই তাহার মুক্তির কারণ। কেননা, হাদীসে আছে, من ملك ذا رحم محرم منه فهو حر এটি অর্থ, যে কেহ তাহার মারাম (নিকটতম আত্মীয়) ব্যক্তির মালিক হইবে, সে সঙ্গে সঙ্গেই আযাদ বলিয়া গণ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান