মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৯৩
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৩৯৩। হযরত হাসান সামুরা (রাঃ) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার কোন মারাম (নিকটতম আত্মীয়)-এর মালিক হয় (খরিদ অথবা দান কিংবা অসিয়ত ইত্যাদি সূত্রে), তখন সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি আযাদ হইয়া যাইবে। (অর্থাৎ, এমন ব্যক্তির উপর এক মুহূর্তের জন্যও তাহার মালিকানা স্বত্ব প্রয়োগ হইবে না।) —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب العتق
الْفَصْل الثَّانِي
عَن الْحسن عَن سَمُرَة عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «من ملك ذَا رحم محرم فَهُوَ حُرٌّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه