মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৯৪
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৩৯৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তির ঔরসে তাহার দাসীর সন্তান জন্মিল, সেই ব্যক্তির (অর্থাৎ, তাহার মালিকের) পরলোকগমনে অথবা পরে উক্ত দাসীটি আযাদ হইয়া যাইবে।—দারেমী
كتاب العتق
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَلَدَتْ أَمَةُ الرَّجُلِ مِنْهُ فَهِيَ مُعْتَقَةٌ عَنْ دُبُرٍ مِنْهُ أَوْ بَعْدَهُ» . رَوَاهُ الدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
প্রভুর ঔরসে যে দাসীর গর্ভ হইতে সন্তান জন্ম লাভ করে, ইসলামী পরিভাষায় উক্ত দাসীকে বলা হয়, 'উম্মুল ওয়ালাদ'। (শাব্দিক অর্থ হইল, সন্তানের মা।) ইসলামী শরীআতে এই ধরনের দাসীদের স্থান (Position) হইল ভিন্নরূপ। অর্থাৎ, তাহাকে আর বিক্রয়, দান কিংবা অন্য কোনভাবে হস্তান্তর করা যায় না এবং উক্ত মালিকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে আযাদ হইয়া যায়।