মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৪০২
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৪০২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যদি কোন মোকাতব (ক্রীতদাস) দিয়ত (রক্তপণ) কিংবা মীরাস (উত্তরাধিকার)-এর অধিকারী হয়, তবে যেই পরিমাণ মুক্ত হইয়াছে সেই অনুপাতে তাহার মীরাস কার্যকরী হইবে। এই হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করিয়াছেন, তবে তিরমিযীর অন্য আরেক রেওয়ায়তে আছে, মোকাতবের দিয়ত তাহার পরিশোধকৃত অংশ পরিমাণ স্বাধীন লোকের দিয়ত হিসাবে এবং অবশিষ্ট অংশের দিয়ত ক্রীতদাস হিসাবে আদায় করিতে হইবে। কিন্তু তিরমিযী হাদীসটিকে যয়ীফ বলিয়াছেন।
كتاب العتق
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَصَابَ الْمُكَاتَبُ حَدًّا أَوْ مِيرَاثًا وَرِثَ بِحِسَابِ مَا عَتَقَ مِنْهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَفِي رِوَايَةٍ لَهُ قَالَ: «يُودَى الْمُكَاتَبُ بِحِصَّةِ مَا أَدَّى دِيَةَ حر وَمَا بَقِي دِيَة عبد» . وَضَعفه
الفص الثَّالِث
الفص الثَّالِث
হাদীসের ব্যাখ্যা:
উদাহরণস্বরূপ যেমন কোন মোকাতব তাহার চুক্তিকৃত বিনিময়ের অর্ধেক পরিশোধ করিবার পর কেহ তাহাকে হত্যা করিল। এখন হত্যাকারী উক্ত নিহত (অর্ধেক মুক্তিপ্রাপ্ত) গোলামের ওয়ারিসদিগকে একজন স্বাধীন ব্যক্তি নিহত হইলে যেই পরিমাণ ক্ষতিপূরণ আদায় করিতে হইত, তাহার অর্ধেক পরিমাণ মূল্য আদায় করিতে হইবে এবং পূর্ণ একটি গোলামের মূল্যের অর্ধেক পরিমাণ মূল্য তাহার মালিককে আদায় করিতে হইবে। যেমন, তাহার মুক্তিপণ ছিল এক হাজার দেরহাম। কিন্তু তাহার নিজের মূল্য হইল একশত দেরহাম। পরে সে তাহার মুক্তিপণের পাঁচশত দেরহাম আদায় করিবার পর নিহত হইয়াছে। এমতাবস্থায় তাহার ওয়ারিসরা পাইবে পাঁচশত দেরহাম এবং তাহার মালিক পাইবে পঞ্চাশ দেরহাম।