মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪১৫
- শপথ ও মান্নতের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৪১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমার কসম ঐ অর্থেই গণ্য হইবে, যে অর্থে তোমার প্রতিপক্ষ তোমার সত্যতা প্রমাণ করিতে চাহে। মুসলিম
كتاب الأيمان والنذور
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمِينُكَ عَلَى مَا يُصَدِّقُكَ عَلَيْهِ صَاحبك» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

যেমন, এক ব্যক্তি অন্য ব্যক্তির উপর তাহার নিজের একটি জিনিসের হক বা অধিকারের দাবী তুলিল, পরে বিচারকের কাছে যাওয়ার পর তিনি অস্বীকারকারীকে শপথ দিলেন, কিন্তু শপথকারী মিথ্যা শপথ হইতে অব্যাহতির জন্য এমন শব্দ দ্বারা শপথ করিল যাহা দ্ব্যর্থবোধক অথবা কথাটিকে অস্পষ্টভাবে (হেরফের করিয়া) বলিল। তবুও সে মিথ্যা শপথকারী বলিয়া গণ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান