মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪৩৩
- শপথ ও মান্নতের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - মান্নত
৩৪৩৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, সাদ ইবনে ওবাদা (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এই ফতোয়া চাহিলেন যে, তাঁহার মায়ের উপর একটি মান্নত ছিল। কিন্তু উহা পুরা করিবার আগেই তিনি মারা গিয়াছেন। তিনি উত্তরে বলিলেন, তাহার পক্ষ হইতে তুমি উহা আদায় করিবে। — মোত্তাঃ
كتاب الأيمان والنذور
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ سَعْدَ بن عبَادَة رَضِي الله عَنْهُم اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَأَفْتَاهُ أَنْ يَقْضِيَهُ عَنْهَا
হাদীসের ব্যাখ্যা:
হানাফীদের মতে এই আদেশ ছিল মোস্তাহাব। কেননা, এবাদত দুই প্রকারের হইতে পারে। একটি কায়িক বা শারীরিক আর অপরটি হইল আর্থিক। তবে শারীরিক এবাদত একজন আরেকজনের পক্ষ হইতে আদায় করিতে পারে না। নাসায়ীর সুনানে কুবরায় ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে— لا يصوم احد عن احد ولا يصلي احد عن احد কিন্তু যদি উহা আর্থিক এবাদত হয়, তবে মৃত ব্যক্তি অসিয়ত করিয়া গেলে উহা তাহার পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশ হইতে আদায় করা ওয়ারিসদের উপর ওয়াজিব হইয়া যায়, অন্যথায় তাহার পক্ষ হইতে আদায় করা মোস্তাহাব।