মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৪৪
- শপথ ও মান্নতের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪৪। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ মান্নত হইল দুই প্রকারের। সুতরাং যে কেহ নেক কাজের মান্নত করিল, তাহা আল্লাহর ওয়াস্তে হইবে। অতএব, উহা পুরা করিবে। আর যে কেহ নাফরমানীর জন্য মান্নত করিল, উহা হয় শয়তানের জন্য। সুতরাং উহা পুরা করিতে নাই; বরং কসম ভাঙ্গিলে যেইরূপ কাফ্ফারা দিতে হয় অনুরূপ কাফ্ফারা দিতে হইবে। —নাসায়ী
كتاب الأيمان والنذور
الْفَصْل الثَّالِث
عَن عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: النَّذْرُ نَذْرَانِ: فَمَنْ كَانَ نَذَرَ فِي طَاعَةٍ فَذَلِكَ لِلَّهِ فِيهِ الْوَفَاءُ وَمَنْ كَانَ نَذَرَ فِي مَعْصِيَةٍ فَذَلِكَ لِلشَّيْطَانِ وَلَا وَفَاء فِيهِ وَيُكَفِّرُهُ مَا يُكَفِّرُ الْيَمِينَ . رَوَاهُ النَّسَائِيُّ

হাদীসের ব্যাখ্যা:

মোটকথা, نذر معصية যেইরূপ ভাঙ্গিয়া ফেলা ওয়াজিব, অনুরূপ উহার কাফ্ফারা আদায় করাও ওয়াজিব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান