মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৪৪
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই মুসলিম ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্” বলিয়া সাক্ষ্য দেয়, তিন কাজের যে কোন একটি ব্যতীত তাহার খুন হালাল নহে। (এক) বিবাহিত ব্যক্তি যিনায় লিপ্ত হইলে তাহাকে কংকর নিক্ষেপ করিয়া হত্যা করা হইবে। (দুই) যেই ব্যক্তি আল্লাহ্ এবং তাহার রাসুলের বিরুদ্ধে অস্ত্রধারণ করিবে, (অর্থাৎ, লুটতরাজ ও অরাজকতা সৃষ্টি করিয়া বিদ্রোহ ঘোষণা করে,) তাহাকে কতল করা হইবে, অথবা শূলিতে চড়ান হইবে কিংবা দেশ হইতে বিতাড়িত করা হইবে (অথবা কারারুদ্ধ করা হইবে)। (তিন) অথবা অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিলে উহার বিনিময়ে তাহাকে হত্যা করা হইবে। —আবু দাউদ
كتاب القصاص
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ زِنا بعدَ إِحْصانٍ فإِنَّهُ يُرجَمُ ورجلٌ خرَجَ مُحارِباً للَّهِ وَرَسُولِهِ فَإِنَّهُ يُقْتَلُ أَوْ يُصْلَبُ أَوْ يُنْفَى مِنَ الْأَرْضِ أَوْ يَقْتُلُ نَفْسًا فَيُقْتَلُ بِهَا» . رَوَاهُ أَبُو دَاوُد