মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৪৫
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৫। ইবনে আবু লায়লা (রাঃ) বলেন, মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবাগণ বলিয়াছেন যে, তাহারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে রাতে সফর করিতেছিলেন। এক রাতে তাহাদের একজন ঘুমাইয়া পড়িয়াছিল, এমন সময় তাহাদের এক সঙ্গী একখানা রশির দিকে অগ্রসর হইল যাহা ঐ ঘুমন্ত লোকটির নিকট ছিল এবং তাহা হাতে নিল হঠাৎ ঘুমন্ত লোকটি ঘুম হইতে উঠিয়া রশিসহ লোকটিকে নিজের কাছে দেখিয়া ভীষণভাবে ভয় পাইয়া গেল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কোন মুসলমানের পক্ষে জায়েয নাই যে, খামাখা সে অন্য আরেক মুসলমানকে ভীতি প্রদর্শন করে। —আবু দাউদ
كتاب القصاص
وَعَنِ ابْنِ أَبِي لَيْلَى قَالَ: حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى حَبْلٍ مَعَه فَأَخذه فَفَزعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান