মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৪৬
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৬। হযরত আবুদ্দারদা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই (মুসলমান) ব্যক্তি কোন খেরাজী যমীন খরিদ করিল সে যেন তাহার হিজরতকে বাতিল করিয়া দিতে চাহিল, আর যে ব্যক্তি কোন কাফেরের অপমান ও যিল্লত তাহার ঘাড় হইতে নিজের ঘাড়ে টানিয়া আনিল, সে ইসলাম হইতে পৃষ্ঠ প্রদর্শন করিল। –আবু দাউদ
كتاب القصاص
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَخَذَ أَرْضًا بِجِزْيَتِهَا فَقَدِ اسْتَقَالَ هِجْرَتَهُ وَمَنْ نَزَعَ صَغَارَ كَافِرٍ مِنْ عُنُقِهِ فَجَعَلَهُ فِي عُنُقِهِ فَقَدْ وَلّى الإِسلامَ ظهرَه» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আবু হানীফা (রঃ) বলেন, যদি কোন মুসলমান কোন কাফের হইতে খেরাজী যমীন খরিদ করে, তবে তাহার যিম্মা হইতে ‘খেরাজ' রহিত হইবে না। অথচ 'খেরাজ' মূলতঃ কাফেরকেই দিতে হয়। সুতরাং মুসলমানকে খেরাজী যমীন ক্রয় করত নিজ হিজরত ইত্যাদির মর্যাদা ক্ষুণ্ণ করা উচিত নহে। তেমনি ‘জিযিয়া’ হইল কাফেরের উপর একটি অবমাননাকর ‘ট্যাক্স', ইহাকে কাফেরের বদলে সাগ্রহে নিজের উপর গ্রহণ করিয়া নেওয়া ইসলামকে অ অবজ্ঞা করারই নামান্তর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান