মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৫১
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫১। হযরত জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জাদুকরের শরয়ী শাস্তি হইল তাহাকে তলোয়ারের দ্বারা হত্যা করা। —তিরমিযী
كتاب القصاص
وَعَنْ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَدُّ السَّاحِرِ ضَرْبُهُ بِالسَّيْفِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইমাম শাফেয়ী বলেন, যদি সে কুফরী শব্দের দ্বারা জাদু টোনা করে আর তওবা না করিয়া থাকে, তখন তাহাকে কতল করিতে হইবে। তবে সমস্ত ইমামগণের ঐকমত্য হইল, জাদুকরী কাজ হারাম। আর উহার শিক্ষা গ্রহণ করা ও শিক্ষা দেওয়া—কেহ কেহ বলেন হারাম, কেহ কেহ বলেন মরূহ এবং কেহ কেহ বলেন মোবাহ্। তবে প্রথম কথাটিই সমধিক সহীহ্ ।