মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৯৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৩। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেন; গাছের ফল চুরি করার দায়ে এবং খেজুরের থোড় চুরি করার দায়ে চোরের হাত কাটা যাইবে না। — মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, দারেমী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
الْفَصْل الثَّانِي
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا قَطْعَ فِي ثَمَرٍ وَلَا كَثَرٍ» رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
كثر খেজুরের থোড় অথবা ভিতরের সাদা শাঁস। উহাকে জুম্মার (جمار) ও বলা হয়। গাছের ফল গাছ হইতে পাড়ার পূর্বে অরক্ষিত থাকে। যেমন, খেতের ফসল অরক্ষিত, তাই উহা চুরি করিলে হাত কাটা যাইবে না। অবশ্য ইমাম শাফেয়ী বলিয়াছেন, ইহার যে কোন জিনিস চুরি করিলে হাত কাটা যাইবে।