মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৯৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৪। হযরত আমর ইবনে শোআয়ব তাহার পিতার মাধ্যমে তাঁহার দাদা আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ)কে যেই ফল গাছ হইতে কাটা হয় নাই, এমন ফল চুরি করা সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ যেই ফল গাছ হইতে চয়ন করিয়া স্তূপীকৃত করার পর কেহ উহা হইতে কিছু চুরি করিল এবং উহার মূল্য একটি ঢালের মূল্যের সমান হইল, তবে তাহার হাত কাটা যাইবে। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الحدود
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ سُئِلَ عَنِ الثَّمَرِ الْمُعَلَّقِ قَالَ: «مَنْ سَرَقَ مِنْهُ شَيْئًا بَعْدَ أَنْ يُؤْوِيَهُ الْجَرِينَ فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَعَلَيْهِ الْقَطْعُ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
جرين ফল শুকাইবার জন্য যেই স্থানে স্তূপ করা হয়, সেই স্থানকে বলে জারীন। তখন উহা সুরক্ষিত বলিয়া গণ্য হয়। তাই উহা হইতে নেসাব পরিমাণ চুরি করিলে হাত কাটা যাইবে।