মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৯৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান ইবনে আবু হুসাইন আল-মক্কী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ফল বৃক্ষ হইতে কাটা হয় নাই এবং যেই জানোয়ার পাহাড়ের উপর বিচরণশীল, উহা চুরি করিলে হাত কাটা যাইবে না। অবশ্য যখন জানোয়ারকে গোশালায় এবং ফলকে স্তূপীকৃত করিয়া রাখা হয়, তখন উহা চুরি করিলে হাত কাটা যাইবে, যদি উহার মূল্য ঢালের মূল্যের সমান হয় (অন্যথায় নহে)। —মালেক
كتاب الحدود
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ الْمَكِّيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا قَطْعَ فِي ثَمَرٍ معلَّقٍ وَلَا فِي حَرِيسَةِ جَبَلٍ فَإِذَا آوَاهُ الْمُرَاحُ وَالْجَرِينُ فَالْقَطْعُ قيمًا بلغ ثمن الْمِجَن» . رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

পাহাড়ের গায়ে যেই জানোয়ার বিচরণ করে, সাধারণতঃ উহার মালিক আছে বলিয়া ধারণা হয় না। কাজেই উহাকে জংলী জানোয়ার বলিয়া অরক্ষিত সাব্যস্ত করা হইয়া থাকে। অবশ্য যদি উহাকে নির্দিষ্ট স্থানে রাখা হয়, তখন উহা রক্ষিত বলিয়া গণ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান