মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৯৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ছিনতাইকারীর হাত কাটা যাইবে না। আর যে ব্যক্তি প্রকাশ্যে ছিনতাই করে সে আমাদের দলভুক্ত নহে। –আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عَلَى الْمُنْتَهِبِ قَطْعٌ وَمَنِ انْتَهَبَ نُهْبَةً مَشْهُورَةً فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ছিনতাই, লুট ও আত্মসাৎ ইত্যাদি চুরি নহে। আর কোরআনের বিধান অনুযায়ী চুরির দায়েই হাত কাটার নির্দেশ। কেননা, 'ছিনতাই' ও 'লুটপাট' প্রচ্ছন্ন বা গোপনে হয় না; বরং উহা হয় দিব্য প্রকাশ্যে। বস্তুতঃ যেই জিনিস প্রচ্ছন্ন বা গোপনে নেওয়া হয় উহাকেই চুরি বলে, অনুরূপভাবে আত্মসাৎকারী যে জিনিস আত্মসাৎ করে, উহা সুরক্ষিত বলিয়া গণ্য হয় না। কেননা, সে নিজেই তো উহার রক্ষক। কাজেই এই সমস্ত অপরাধে হাত কাটা যাইবে না; বরং শাসন শৃঙ্খলা ও শাস্তি প্রতিষ্ঠার নিমিত্ত যে কোন শাস্তি প্রয়োগ করিতে পারেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান