মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬০৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি গোলাম চুরি করে তাহাকে বিক্রয় করিয়া ফেল, যদিও এক 'নাশ্বের' বিনিময়ে হয়। –আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَرَقَ الْمَمْلُوكُ فَبِعْهُ وَلَوْ بِنَشٍّ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এক উকিয়ার অর্ধেক অর্থাৎ, বিশ দেরহামকে এক 'নাশ্ব' বলে। অর্থাৎ, তাহাকে অতি সামান্য মূল্যে হইলেও বিক্রয় করিয়া দাও ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান