মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬০৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক চোরকে আনা হইল। তিনি তাহার হাত কাটিয়া দিলেন। সাহাবারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের ধারণা ইহা ছিল না যে, আপনি তাহার হাত কাটিয়া দিবেন; বরং আমরা মনে করিয়াছিলাম আপনি তাহাকে কিছুটা শাসাইয়া দিবেন। ইহার জওয়াবে তিনি বলিলেনঃ যদি (আমার কন্যা) ফাতেমাও (চুরিতে ধৃত) হইত, অবশ্যই আমি তাহার হাত কাটিয়া দিতাম। —নাসায়ী
كتاب الحدود
الْفَصْل الثَّالِث
عَنْ عَائِشَةَ قَالَتْ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَارِقٍ فَقَطَعَهُ فَقَالُوا: مَا كُنَّا نَرَاكَ تَبْلُغُ بِهِ هَذَا قَالَ: «لَوْ كانتْ فاطمةُ لقطعتَها» . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, আল্লাহর ‘হদ্' কায়েম করার ব্যাপারে কোন অনুকম্পার অবকাশ নাই।