মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬২৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২৩। হযরত ওমায়র ইবনে সায়ীদ নাখয়ী (রঃ) বলেন, আমি হযরত আলী ইবনে আবু তালেব (রাঃ)-কে বলিতে শুনিয়াছি; তিনি বলিতেন, কাহারও উপর আমি শাস্তি প্রয়োগ করিলে উহাতে সে যদি মরিয়া যায়, তবে আমি এই জন্য কখনও দুঃখিত বা অনুতপ্ত হইব না। কিন্তু মদ্যপায়ীর ব্যাপারে ইহার ব্যতিক্রম হইয়াছে। কখনও যদি সেই মদ্যপায়ী শাস্তি প্রয়োগে মৃত্যুবরণ করিয়াছে, তখন আমি তাহার (দিয়ত) জরিমানা আদায় করিয়াছি। আর তাহা এই জন্য ছিল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইহার ‘হদ্' নির্ধারণ করেন নাই। – মোত্তাঃ
كتاب الحدود
الْفَصْل الثَّالِث
عَن عُمَيْر بن سعيد النخفي قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ: مَا كُنْتُ لِأُقِيمَ عَلَى أَحَدٍ حَدًّا فَيَمُوتَ فَأَجِدَ فِي نَفْسِي مِنْهُ شَيْئًا إِلَّا صَاحِبَ الْخَمْرِ فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يسنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান