মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬২৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২৪। সওর ইবনে যায়দ দায়লামী (রঃ) বলেন, মদ্যপায়ীর শাস্তির ব্যাপারে হযরত ওমর (রাঃ) সাহাবাদের পরামর্শ চাহিলেন। তখন হযরত আলী (রাঃ) বলিলেন, আমি মনে করি, তাহাকে আশি দোররা লাগান উচিত। কেননা, যখন সে মদ্যপান করে, তখন সে মাতাল হইয়া পড়ে, আর মাতাল হইলে আবোল তাবোল বকাবকি করে। আর যখন সে আবোল তাবোল বকে তখন সে মিথ্যা অপবাদও রটায় (এবং ব্যভিচারের অপবাদের শাস্তি হইল আশি দোররা) সেই হইতে হযরত ওমর (রাঃ) মদ্যপায়ীকে আশি দোররা মারার নির্দেশ দিলেন। —মালেক
كتاب الحدود
وَعَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدَّيْلِمِيِّ قَالَ: إِنَّ عُمَرَ اسْتَشَارَ فِي حَدِّ الْخَمْرِ فَقَالَ لَهُ عَلِيٌّ: أَرَى أَنْ تَجْلِدَهُ ثَمَانِينَ جَلْدَةً فَإِنَّهُ إِذَا شَرِبَ سَكِرَ وَإِذَا سَكِرَ هَذَى وَإِذَا هذَى افْتَرى فجلدَ عمرُ رَضِي الله عَنهُ فِي حَدِّ الْخَمْرِ ثَمَانِينَ. رَوَاهُ مَالِكٌ
হাদীসের ব্যাখ্যা:
এই সময় হইতেই সাহাবাদের ইজমা হয় যে, মদ্যপায়ীর শাস্তি আশি দোররা।