মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৯৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৬৯৬। হযরত নাওয়াস ইবনে সামআন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সৃষ্টিকর্তার নাফরমানীর মধ্যে কোন সৃষ্টির আনুগত্য নাই। —শরহে সুন্নাহ্
كتاب الإمارة والقضاء
وَعَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ» . رَوَاهُ فِي شَرْحِ السّنة

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর নাফরমানী হইবে, এমন কাজের মধ্যে কোন ব্যক্তির আনুগত্য করা জায়েয নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান