মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭২৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন এক একটি পতাকা থাকিবে। উহা এমনভাবে রাখা হইবে যে, উহার দ্বারা তাহাকে চিহ্নিত করা যাইবে। —মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يومَ القيامةِ يُعرَفُ بِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭২৬ | মুসলিম বাংলা