মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭২৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৭। হযরত আবু সায়ীদ (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছার কাছে তাহার বিশ্বাসঘাতকতার পতাকা স্থাপন করা হইবে। আরেক রেওয়ায়তে আছে, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য তাহার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী পতাকা উত্তোলন করা হইবে। সাবধান! প্রধান শাসকের বিশ্বাসঘাতকতাই হইবে সর্ববৃহৎ। মুসলিম
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ عِنْدَ اسْتِهِ يَوْمَ الْقِيَامَةِ» . وَفِي رِوَايَةٍ: «لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ أَلا وَلَا غادر أعظم مِن أميرِ عامِّةٍ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭২৭ | মুসলিম বাংলা