মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭২৯
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৯। আবু সাম্মাখ আলআযদী তাঁহার এক চাচাত ভাই হইতে বর্ণনা করেন, যিনি নবী (ﷺ)-এর সাহাবী ছিলেন। একদা তিনি মুআবিয়া (রাঃ)-এর নিকট যাইয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যেই ব্যক্তি লোকদের কোন ব্যাপারের অভিভাবক বা শাসক — মানুষের কোন কাজে নিযুক্ত হইয়াছে, অতঃপর সে মুসলমান, মলম কিংবা দুস্থ লোকদের জন্য তাহার দ্বার বন্ধ রাখিল, (অর্থাৎ, সে কাহারও কোন প্রয়োজন, মোচন করে না।) ফলে আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির প্রয়োজনের ও অভাবের সময় তাঁহার রহমত ও অনুগ্রহের সমস্ত দ্বার বন্ধ করিয়া দিবেন, যখন সে চরম অভাবে পতিত হইবে।
كتاب الإمارة والقضاء
الْفَصْل الثَّالِث
عَنْ أَبِي الشَّمَّاخِ الْأَزْدِيِّ عَنِ ابْنِ عَمٍّ لَهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَتَى مُعَاوِيَةَ فَدَخَلَ عَلَيْهِ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ وَلِيَ مِنْ أَمْرِ النَّاسِ شَيْئًا ثُمَّ أَغْلَقَ بَابَهُ دُونَ الْمُسْلِمِينَ أَوِ الْمَظْلُومِ أَوْ ذِي الْحَاجَةِ أَغْلَقَ اللَّهُ دُونَهُ أَبْوَابَ رَحْمَتِهِ عِنْدَ حَاجَتِهِ وَفَقْرِهِ أَفْقَرَ مَا يَكُونُ إليهِ»