মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৩০
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭৩০। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, তিনি যখনই কোন শাসককে কোথাও নিযুক্ত করিয়া পাঠাইতেন, তখন তাহাদের উপর নিম্নবর্ণিত শর্তগুলি আরোপ করিতেন, “তোমরা তুর্কী ঘোড়ায় সওয়ার হইবে না, ময়দার রুটি খাইতে পারিবে না, পাতলা মিহি কাপড় পরিধান করিবে না। মানুষের প্রয়োজন মিটান হইতে তোমার দ্বার রুদ্ধ করিবে না। যদি তোমরা ইহার মধ্যে কোন একটি কর, তাহা হইলে তোমাদের উপর শাস্তি পতিত হইবে।” অতঃপর তিনি কিছুদূর পর্যন্ত তাহাদের পৌঁছাইয়া দিয়া আসিতেন। এই হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।
كتاب الإمارة والقضاء
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ إِذَا بَعَثَ عُمَّالَهُ شَرَطَ عَلَيْهِمْ: أَنْ لَا تَرْكَبُوا بِرْذَوْنًا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

হাদীসের ব্যাখ্যা:

তুর্কী ঘোড়ায় সওয়ার হওয়া এবং বর্ণিত অন্য কাজগুলি দ্বারা অহংকার ও আরামপ্রিয়তা প্রকাশ পায়। তাই নিষেধ করিয়াছেন। 'শাস্তি পতিত' মানে, হয়তো আল্লাহ্ তা'আলার পক্ষ হইতে দুনিয়া ও আখেরাত উভয় স্থানে সাজা ভোগ করিবে, অথবা ওমর (রাঃ) খলীফা হিসাবে তাহাকে যে কোন শাস্তি দিবেন বা তাহাকে পদচ্যুত করিয়া ফেলিবেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান