মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৩২
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ও আবু হুরায়রা (রাঃ) তাঁহারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যদি কোন বিচারক (ইজতেহাদপূর্ণ) প্রচেষ্টা দ্বারা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়, তাহার জন্য দ্বিগুণ পুরস্কার রহিয়াছে। পক্ষান্তরে কোন বিচারক ইজতেহাদের পরও ভুল সিদ্ধান্তে পৌঁছিলে তাহার জন্য একটি পুরস্কার রহিয়াছে। — মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فلهُ أجرٌ واحدٌ»
হাদীসের ব্যাখ্যা:
দ্বিগুণ পুরস্কার এই জন্য যে, একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছিবার প্রচেষ্টার জন্য এবং অপরটি নির্ভুল সিদ্ধান্তের জন্য। আর দ্বিতীয় অবস্থায় কেবলমাত্র প্রচেষ্টার জন্য পুরস্কার পাইবে।