মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৩১
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩১। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আ ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুই পক্ষের মধ্যে বিচার-ফয়সালা না করে। – মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
بَابُ الْعَمَلِ فِى الْقَضَاءِ وَالْخَوْفِ مِنْهُ: الْفَصْلُ الأول
عَنْ أَبِي بَكْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَقْضِيَنَّ حَكَمٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ»

হাদীসের ব্যাখ্যা:

প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করা মূলতঃ কোন লোভনীয় বস্তু নহে। কেননা, বিচারক ও শাসকের 'আদল ও ইনসাফ' তথা ন্যায়নীতির উপর কায়েম থাকা বড়ই কঠিন ব্যাপার। কাজেই যাহাদের অন্তরে আল্লাহ্ ভয়-ভীতি ও পরিণামের চিন্তা রহিয়াছে, তাহারা এই নাজুক গুরুদায়িত্ব গ্রহণে সর্বদা ভীত ও সন্ত্রস্ত থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান