মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৩৪
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি বিচারকের পদ পাওয়ার আকাঙ্ক্ষা করে এবং খলীফা কিংবা বাদশাহ্ হইতে তাহা চাহিয়া লয়, সেই ব্যক্তি নিজেকেই উক্ত পদের দিকে সোপর্দ করিয়া দিল। (অর্থাৎ, তাহার প্রতি আল্লাহর রহমত ও সাহায্য থাকে না।) আর যেই ব্যক্তিকে উক্ত পদ জোর-জবরদস্তিভাবে দেওয়া হয়, তখন আল্লাহ্ তা'আলা তাহার সাহায্যার্থে একজন ফিরিশতা অবতারণ করেন, যিনি তাহার কাজকর্মগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করিতে থাকেন। — তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتَغَى الْقَضَاءَ وَسَأَلَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ أُكْرِهَ عَلَيْهِ أَنْزَلَ اللَّهُ عَلَيْهِ مَلَكًا يُسَدِّدُهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه