মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৩৫
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩৫। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বিচারক তিন প্রকারের হইয়া থাকে, তন্মধ্যে এক প্রকারের জন্য জান্নাত এবং দুই প্রকারের জন্য জাহান্নাম অবধারিত। সেই বিচারক জান্নাতে প্রবেশ করিবেন যিনি সত্যটি উপলব্ধি করিয়াছেন এবং তদনুযায়ী বিচার করিয়াছেন। আর যেই বিচারক সত্য উপলব্ধি করিয়াও বিচারের মধ্যে অন্যায় (যুলম) করিল, সে বিচারক জাহান্নামী। অনুরূপভাবে সেই বিচারকও দোযখে প্রবেশ করিবে, যে অজ্ঞতার সাথে মানুষের মধ্যে বিচার করিল (এবং ভুল ফয়সালা দিল)। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْقُضَاةُ ثَلَاثَةٌ: وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ