মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৩৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মুসলমানদের বিচারক বা শাসক নিযুক্ত হওয়ার কামনা করিল, অবশেষে সে তাহা পাইয়াও গেল, এমতাবস্থায় যদি তাহার ন্যায়পরায়ণতা তাহার যুলম ও অন্যায়ের উপর প্রাধান্য বিস্তার করিল, তাহা হইলে তাহার জন্য বেহেশত। পক্ষান্তরে যদি তাহার যুলম ও অন্যায়ের দিকটা তাহার ইনসাফ ও ন্যায়পরায়ণতার উপর প্রাবল্য লাভ করে, তবে সে দোযখী। –আবু দাউদ
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ طَلَبَ قَضَاءَ الْمُسْلِمِينَ حَتَّى يَنَالَهُ ثُمَّ غَلَبَ عَدْلُهُ جَوْرَهُ فَلَهُ الْجَنَّةُ وَمَنْ غَلَبَ جَوْرُهُ عَدْلَهُ فَلَهُ النَّار» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি নিজের উপর ভরসা রাখে যে, সে অন্যায় করিবে না, আল্লাহর মদদ তাহার উপর থাকিবেই; তাহার জন্য দায়িত্ব লাভের আকাঙ্ক্ষা করা জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান