মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৪০
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৪০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হইবে যে, সে আকাঙ্ক্ষা করিবে, একটি ফলের ব্যাপারেও দুই ব্যক্তির মধ্যে যদি সে কখনও বিচার না করিত। —আহমদ
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَأْتِيَنَّ عَلَى الْقَاضِي الْعَدْلِ يومُ القيامةِ يَتَمَنَّى أَنَّهُ لَمْ يَقْضِ بَيْنَ اثْنَيْنِ فِي تَمْرَة قطّ» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, অতি নগণ্য ও ক্ষুদ্র জিনিসের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হইবে। তাই শাসক হইয়া ক্ষুদ্র ব্যাপারে বিচার করার মধ্যেও পরিণামে ভয়ের আশংকা রহিয়াছে।