মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৪৯
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৪৯। হযরত ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় কাজে নিযুক্ত হইয়াছিলাম (অর্থাৎ, রাষ্ট্রীয় কাজে), অতঃপর আমাকে উহার পারিশ্রমিক দেওয়া হইয়াছে। —আবু দাউদ
كتاب الإمارة والقضاء
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: عَمِلْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فعملني. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, পারিশ্রমিক গ্রহণ করা জায়েয রহিয়াছে। অন্যথায় নবী করীম (ﷺ) তাঁহাকে পারিশ্রমিক দিতেন না এবং তিনিও গ্রহণ করিতেন না।