মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৫১
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৫১। হযরত মোসতাওরেদ ইবনে শাদ্দাদ (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি আমাদের প্রশাসক নিযুক্ত হইবে, যদি তাহার স্ত্রী না থাকে, তবে সে একজন স্ত্রী সংগ্রহ করিতে পারে, যদি তাহার খাদেম (চাকর) না থাকে, তাহা হইলে সে একটি চাকরেরও ব্যবস্থা করিতে পারে এবং যদি তাহার বাসস্থান (ঘর) না থাকে, তবে একখানা ঘরেরও ব্যবস্থা করিতে পারে। অন্য আরেক রেওয়ায়তে আছে, ইহা ব্যতীত সে অন্য যাহাকিছু লইবে উহা খেয়ানত বা আত্মসাতে গণ্য হইবে। —আবু দাউদ
كتاب الإمارة والقضاء
وَعَن المستَوْرِدِ بنِ شدَّادٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ لَنَا عَامِلًا فَلْيَكْتَسِبْ زَوْجَةً فَإِنْ لَمْ يَكُنْ لَهُ خَادِمٌ فَلْيَكْتَسِبْ خَادِمًا فَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَسْكَنٌ فَلْيَكْتَسِبْ مَسْكَنًا» . وَفِي رِوَايَةٍ: «مَنِ اتَّخَذَ غَيْرَ ذَلِكَ فَهُوَ غالٌّ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

প্রশাসকগণ বায়তুল মাল (সরকারী মাল) হইতে এই পরিমাণ গ্রহণ করিতে পারে যাহাতে জীবনের ন্যূনতম প্রয়োজন পূর্ণ হয়। যথা, নিজের ও একজন স্ত্রীর খোরপোষ এবং একজন খাদেমের খরচ ইত্যাদি, তবে বিলাসিতার পর্যায়ে কিছুই গ্রহণ করিতে পারিবে না। অন্যথায় উহা খেয়ানত হিসাবে গণ্য হইবে। অনুরূপভাবে সাধারণ পর্যায়ে বাসস্থানও ভোগ করিতে পারিবে। স্মরণ রাখিতে হইবে যে, এই সবকিছু বায়তুল মাল তখনই বহন করিবে, যদি তাহার বেতন নির্ধারিত না থাকে। যদি সে নির্ধারিত বেতন ভোগ করে তখন আর এই সমস্ত সুযোগ পাইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৫১ | মুসলিম বাংলা