মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৫৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৫৬। হযরত আমর ইবনুল আস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছে লোক পাঠাইয়া সংবাদ দিলেন যে, আমি যেন আমার অস্ত্র শস্ত্র ও প্রয়োজনীয় কাপড়-চোপড় লইয়া তাঁহার খেদমতে উপস্থিত হই। তিনি বলেন, সুতরাং সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি তাঁহার খেদমতে উপস্থিত হইলাম। এই সময় তিনি ওযূ করিতেছিলেন। আমাকে দেখিয়াই তিনি বলিলেনঃ হে আমর! আমি তোমাকে এই জন্য ডাকাইয়া আনিয়াছি যে, আমি তোমাকে এক দিকে পাঠাইব। (আমি দো'আ করি) আল্লাহ্ তা'আলা তোমাকে নিরাপদে ও সহীহ্-সালামতে রাখুন এবং গনীমতের মাল-সম্পদও প্রদান করুন। আর আমিও তোমাকে কিছু মাল প্রদান করিব। আমর (রাঃ) বলেন, তখন আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! ধন-দৌলতের লোভে আমার হিজরত ছিল না; বরং আমার হিজরত ছিল আল্লাহ্ ও তাঁহার রাসূলের সন্তুষ্টির জন্যই। হুযূর (ﷺ) বলিলেন, সৎ লোকের জন্য পবিত্র মাল কতই না উত্তম। — শরহে সুন্নাহ্। আর আমদও অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং তাঁহার আরেক রেওয়ায়তে আছে ভাল লোকের জন্য ভাল মালই উত্তম জিনিস।
كتاب الإمارة والقضاء
وَعَن عَمْرِو بن العاصِ قَالَ: أَرْسَلَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنِ اجْمَعْ عَلَيْكَ سِلَاحَكَ وَثِيَابَكَ ثُمَّ ائْتِنِي» قَالَ: فَأَتَيْتُهُ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ: «يَا عَمْرُو إِنِّي أَرْسَلْتُ إِلَيْكَ لِأَبْعَثَكَ فِي وُجْةٍ يُسَلِّمُكَ اللَّهُ وَيُغَنِّمُكَ وَأَزْعَبَ لَكَ زَعْبَةً مِنَ الْمَالِ» . فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا كَانَتْ هِجْرَتِي لِلْمَالِ وَمَا كَانَتْ إِلَّا لِلَّهِ ولرسولِه قَالَ: «نِعِمَّا بِالْمَالِ الصَّالِحِ لِلرَّجُلِ الصَّالِحِ» . رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ» وَرَوَى أَحْمَدُ نَحْوَهُ وَفِي روايتِه: قَالَ: «نِعْمَ المالُ الصَّالحُ للرَّجُلِ الصالحِ»

হাদীসের ব্যাখ্যা:

'ভাল লোক' তাহাকেই বলা হয়, যে আল্লাহ্ এবং বান্দা— সকলের হক যথাযথভাবে আদায় করে। আর যেই মাল হালাল উপায়ে আসে সেই মালই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান