মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৭৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, দুই ব্যক্তি একটি জানোয়ারের ব্যাপারে ঝগড়া করিল। কিন্তু তাহাদের কাহারও নিকট কোন সাক্ষ্য-প্রমাণ নাই। তখন নবী (ﷺ) লটারি দ্বারা তাহাদের মধ্যে কসমের ব্যবস্থা করিলেন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
وَعَن أبي هريرةَ أنَّ رجُلينِ اختَصما فِي دَابَّة وَلَيْسَ لَهما بَيِّنَةٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «استهِما على اليَمينِ» . رَوَاهُ أَبُو دَاوُد وابنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, তাহারা উভয়েই প্রথমে কসম করিতে উদ্যত হইল, তাই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। অথবা হাদীসের মানে হইল, তাহাদের উভয়ের কসম দ্বারা উটটি তাহাদের মধ্যে আধাআধি বন্টন করিয়া দিলেন।